
মোহাঃ মার্শাল
সহকারী প্রধান শিক্ষক
সহকারী শিক্ষকের বানী
শতাব্দীর প্রাচীন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে ।আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা,যার মধ্য দিয়ে বেরিয়ে আসবে সৎ,নিষ্ঠাবান,দায়িত্বশীল,সুশৃংখল এবং কর্মমুখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার ,সমাজ,দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের আয়োজন ও প্রয়াস।
”তথ্যই শক্তি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তি কোনো বিকল্প নেই। সুতরাং তথ্য প্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ডাইনামিক ওয়েব সাইট।
এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ^াস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপÍরের কর্মকর্তা/কর্মচারিগনকে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রন জানাচ্ছি।