
মোঃ আসলাম কবীর
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষকের বানী
এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হলো শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও স্মার্ট ব্ংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগি ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় একটি সর্বাধুনিক বিশ^মানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে চালু করা হযেছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি।
শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহনমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরনের আধুনিক পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্ঠা অব্যাহত আছে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ভিশন-২০৪১ বাস্তবাযনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে যাচ্ছি। এই অঞ্চলের পরিচিতি ও সহ শিক্ষা কার্যক্রম বিদ্যালয়ের ও ওয়েবসাইটির মাধ্যমে উন্মুক্ত করে দিতে চাই সর্বত্র। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, স্কাউটিং গালর্স গাইড,বিজ্ঞান মেলা সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশে নিরন্তর প্রচেষ্ঠা করে যাচ্ছে এই বিদ্যাপীঠ। অনলাইনের মাধ্যমে ভর্তি, বার্ষিক পরীক্ষার ফলাফল, প্রগ্রেসিভ রির্পোট, এস এম এস এর মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার সুধীজনের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই স্বপ্নের এই বিদ্যাপীঠ।